Birbhum

Mar 08 2023, 19:06

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন মহম্মদ বাজারে


বীরভূম:- "পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"- কবি কাজী নজরুল ইসলামের চোখে নারী এভাবে ধরা পড়েছে।আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটিকে স্মরণে রেখে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। অনুরূপ ডিআরসিএসসির উদ্যোগে বীরভূম জেলার মহম্মদ বাজার ইউনিট ও ভুতুরা পঞ্চায়েতের যৌথ ব্যবস্থাপনায় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা শিবিরের আয়োজন করা হয়।ইতিপূর্বে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে শেওড়াকুড়ি বাসষ্ট্যান্ড এলাকায় পদযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় উপস্থিত অতিথিগণ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে বিস্তারিত ব্যাখ্যা করেন।শ্রম আন্দোলন থেকে শুরু হয়ে নারী দিবস।১৯০৮ সালে ১৫ হাজার নারী কর্ম ঘন্টা কমানো, মজুরি বাড়ানো ও ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করে।পরের বছর আমেরিকার সোসালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। সেই সমস্ত ইতিহাস গুলো তুলে ধরেন।এছাড়াও আদিবাসী নৃত্য গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুতুড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান দিদিমণি মারান্ডি, পঞ্চায়েত সেক্রেটারি কালিপ্রসাদ ব্যানার্জি, পঞ্চায়েত সহায়ক সুপ্রকাশ চট্টোপাধ্যায় সার্ভিস সেন্টারের মহম্মদ বাজার ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী প্রমুখ।

Birbhum

Mar 07 2023, 16:26

বসন্ত উৎসব পালন খয়রাশোল পরিচয় সংগঠনের উদ্যোগে


বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল পরিচয় কাব্য ও নাট্যচর্চা কেন্দ্রের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আদলে "পলাশে আবিরে রবিঠাকুর"- নামাঙ্কিত অনুসারে বসন্ত উৎসব পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই কবিতা, আবৃতি,নাচ, গান ও রংবেরঙের ভেষজ আবির খেলার মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।"ওরে গৃহবাসী---", গানের তালে তাল মিলিয়ে নাচতে নাচতে প্রভাত ফেরীর মধ্য দিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। প্রভাত ফেরীটি খয়রাশোল গ্রাম, বাজার, বাসস্টপ, থানা সহ স্থানীয় বিভিন্ন এলাকা পরিক্রমা করে।বোলপুর শান্তিনিকেতনের আদলে গ্রামীণ এলাকায় বসন্ত উৎসবের আমেজে মেতে ওঠে কচিকাঁচাদের সাথে তাদের অভিভাবকরাও।খয়রাশোল পরিচয় সংগঠনের বসন্ত উৎসব পালন এবার তৃতীয় বছরে পদার্পণ করলো।

কচিকাচাদের আবদারে স্থানীয় খয়রাশোল থানার পুলিশ ও তাদের বসন্ত উৎসব তথা আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় মুখার্জী,খয়রাশোল থানার এ এস আই দয়াল দাস, পুলিশ কর্মী বরুন কর। এছাড়াও অভিভাবক হিসেবে ছিলেন পূর্বাশা চৌধুরী,চৈতালী মন্ডল, পল্লব ঠাকুর প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে শান্তিনিকেতনের আদলে আয়োজিত বসন্ত উৎসব সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন

পরিচয় কাব্য ও নাট্যচর্চা কেন্দ্রের অন্যতম সদস্যা অরণ্যা মুখার্জী।

Birbhum

Mar 07 2023, 16:25

হোলি উৎসবে কচিকাঁচাদের সাথে আনন্দে সামিল লোকপুর থানার পুলিশ


বীরভূম:- জেলার বিভিন্ন শহর থেকে গ্রামীণ এলাকায়ও হোলির উৎসব আনন্দে মাতোয়ারা কচিকাঁচাদের সাথে বড়োরা পর্যন্ত সকলেই। জেলা পুলিশ প্রশাসনিক ভাবে আগাম মিটিং করে বিভিন্ন স্তরের মধ্যে বার্তা দেওয়া হয়েছে "ধর্ম যার যার- উৎসব সবার" । এই বিষয়কে সামনে রেখে নিজের নিজের উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

দোল উৎসবের দিনে কোনো ভাবেই আইন নিজের হাতে না নেওয়া, ভুল করে যদি কেউ রং দিয়ে দেয় তাহলে কোনোরূপ ঝামেলা না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না বিষয়ে সতর্কতা জারি করা হয়।পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখার তাগিদে সকাল থেকে বিভিন্ন এলাকায় মোবাইল ভ্যানে চালাচ্ছেন টহলদারি। কোথাও কোথাও কচিকাঁচাদের সাথেআনন্দে সামিল হতে ও দেখা গেছে।

যারপরনাই কচিকাঁচাদের পাশাপাশি তাদের অভিভাবকরাও আনন্দিত বোধ করছেন। ছোট ছোট বাচ্চাদের দল পুলিশের গাড়ি ঘিরে পুলিশদের কে আবির মাখিয়ে দিচ্ছেন। বাচ্চাদের দল পুলিশের কপালে, গালে আবির মাখিয়ে দিতে পেরে খুব খুশি। এমনই চিত্র দেখা গেল লোকপুর থানার নাকড়াকোন্দা গ্রামে।

লোকপুর থানার এএসআই আব্দুস সামাদ সহ গাড়িতে থাকা অন্যান্য পুলিশ ও সিভিকভলিন্টিয়ারদের রংবেরঙের ভেষজ আবির মাখিয়ে আনন্দের চিত্র ফুটে উঠে বাচ্চাদের মধ্যে।পুলিশ অফিসার ও বাচ্চাদের জন্য লজেন্স আনিয়ে মহা আনন্দে বিতরণ করেন। জনসংযোগের এ এক নতুন মাত্রা পুলিশ পাবলিকের বলে স্থানীয়দের অভিমত।

Birbhum

Mar 06 2023, 18:27

*অবৈধ কয়লা বোঝাই সহ গরু ও মোষের ১২টি গাড়ি আটক দুবরাজপুর থানায়*


বীরভূম:- জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ বালি এবং কয়লা পাচার রোধে বীরভূম জেলা পুলিশের অভিযান অব্যাহত। এতদসত্ত্বেও অবৈধ কয়লা,বালি পাচার চলছে।জেলার একাধিক জায়গায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে বালি বোঝাই ট্রাক্টর ও লরি।কোথাও আবার কয়লা বোঝাই ট্রাক, গরুর গাড়ি এবং মোষের গাড়িও আটক হচ্ছে পুলিশের কাছে।সেইরূপ রবিবার ভোরবেলায় বীরভূমের দুবরাজপুর ব্লকের মাজুরিয়া গ্ৰাম দিয়ে অবৈধভাবে পাচার হওয়া কয়লা বোঝাই গরু ও মোষের গাড়ি মিলিয়ে ১২ টি গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। সেই গাড়ি গুলোতে ২০ টন কয়লা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুরের পণ্ডিতপুর দিক দিয়ে মাজুরিয়া যাওয়ার রাস্তায় গরুর গাড়ি এবং মোষের গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে সেই গাড়ি গুলোকে আটক করে এবং অবৈধ কয়লা গুলো বাজেয়াপ্ত করে। কয়লা গুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Birbhum

Mar 05 2023, 11:47

দীর্ঘদিন ফেরার থাকার পর কাঁকরতলা পুলিশের হাতে ধৃত ফেরার আসামী


বীরভূম:-গত ২০১৯ সালে পুলিশের সাথে মারামারির ঘটনায় বীরভূম জেলার কাঁকড়তলা থানার বড়রা গ্রামের সেখ ইসমাইল এর নামে অভিযোগ দায়ের হয় কাঁকরতলা থানায়।পুলিশের খাতায় নাম ছিল দুস্কৃতির।দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর গতকাল রাতে কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর মারফত ফেরার আসামী কে ধরতে সক্ষম হন।

সেই সাথে ধৃত আসামীর কাছ থেকে এক রাউন্ড গুলি সহ পাইপ গান উদ্ধার করে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে বাইরে গিয়ে সেখান থেকে বাড়ি ফেরা মাত্র পুলিশ তার বাড়িতে হানা দিলে কাঁকরতলা পুলিশের জালে ধরা পড়ে বলে সূত্রের খবর।রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে কাঁকরতলা পুলিশের পক্ষ থেকে বলে জানা গেছে।

Birbhum

Mar 05 2023, 09:35

খয়রাসোল এলাকার কৃষ্ণপুর বড়জোর গ্রামে বিজেপির সভায় ব্লক ও স্থানীয় তৃনমূল নেতাদের হুঁশিয়ারি


বীরভূম: গ্রীষ্মের তাপপ্রবাহ যেমন বাড়ছে রাজনীতিতেও পারদ সমানতালে বেড়ে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে।নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা না হলেও রাজনৈতিক দল গুলি ইতিমধ্যে আসরে নেমে পড়েছে।

আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তথা কর্মীদের মনোবল শক্তিশালী করার লক্ষ্যে শনিবার বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ১ নম্বর মন্ডলের কেন্দ্রগড়িয়া অঞ্চলের উদ্যোগে কৃষ্ণপুর- বড়জোড় গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বাদ্যযন্ত্র, দলীয় পতাকা,ব্যানার ইত্যাদি সহযোগে পদযাত্রা বের হয়।পরে স্থানীয় মনসা মন্দির সংলগ্ন স্থানে পথসভার মাধ্যমে দলীয় কর্মসুচী পালন করা হয়।

এই পথসভায় পশ্চিমবঙ্গ সরকারের নানান দূর্ণীতির কথা উপস্থিত বক্তারা জনসমক্ষ্যে তুলে ধরেন।এছাড়াও বলেন ভয় মুক্ত পরিবেশ,সন্ত্রাশমুক্ত বাতাবরণ তৈরীর আওয়াজ তোলা হয়েছে।চোখ রাঙিয়ে ধমকে চমকে বিজেপিকে যে আটকানোর চেষ্টা করা হয়েছিল, তাদের বলেন সাধু সাবধান।সময় হয়েছে মানে মানে কেটে পড়ো।

তৃণমূল কংগ্রেসের নেতা আজকে দিল্লিতে যাচ্ছে,তিহার জেলের জল খেতে।বাকীদের ও আলিপুর জেলের জল খাওয়ানো হবে বলে তৃনমূল নেতাদের হুঁশিয়ারি দেন।আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে বলে বিজেপি জেলা নেতৃত্বের দাবি।এদিন খয়রাসোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী সহ কেন্দ্র গড়ে অঞ্চলের বাসিন্দা তথা খয়রাসোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীমা ধীবর ও প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন কেও সরাসরি হুঁশিয়ারি করেন।

এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা বি জে পি এর সভাপতি ধ্রুব সাহা,জেলার সাধারন সম্পাদিকা রীতা পাল ও সাধারণ সম্পাদক টুটুল নন্দী,দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কনভেনার সুকুমার নন্দী,বি সি সেলের জেলা সভাপতি সুখময় গড়াঁই, খয়রাসোল , বি মন্ডলের সভাপতি গনেশ ঘোষ, রথীলাল সিংহ,জেলা যুব সহসভাপতি নৃপেন্দ্র নাথ সৌ,ব্লক কো কনভেনার প্রদীপ রুইদাস, যুব সভাপতি উৎপল সাঁই সহ দলীয় কার্যকর্তারা ও কর্মী সমর্থকেরা।

একান্ত সাক্ষাৎকারে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা আজকের কর্মসূচি ও দলীয় কর্মীদের প্রতি যে বার্তা দিলেন তার বিবরণ দেন।

Birbhum

Mar 04 2023, 17:59

নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান,শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়


বীরভূম:-  বীরভূমের লোকপুর থানার খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে ২০২১-২২--২০০২২-২৩ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরন অনুষ্ঠান আয়োজিত হয় শনিবার। যে সমস্ত ছাত্রছাত্রীরা বি এ ফাইনাল পরীক্ষায় কলেজের মধ্যে নিজেদের বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়েছে  সেইরূপ ৮ জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত ও বরন করা হয়। এছাড়াও নবীন ছাত্রছাত্রীদের গোলাপ ফুল, ফাইল, পেন দিয়ে বরন করা হয়।উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ডঃ ভাস্বতী ঘোষ সহ অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ । এছাড়াও ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,সহ সভাপতি অসীমা ধীবর,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী,প্রাক্তন সভাপতি তথা শিক্ষক শ্যামল কুমার গায়েন, লোকপুর থানার এ এস আই রামপ্রসাদ মন্ডল, সমাজসেবী কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা।একান্ত সাক্ষাৎকারে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন
অধ্যক্ষা ভাস্বতী ঘোষ।

Birbhum

Mar 03 2023, 15:53

বীরভূমের খয়রাসোল ব্লকের নওপাড়ায় দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির অনুষ্ঠিত হল


বীরভূম:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামীন মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার কর্মসূচি।উল্লেখ্য ইতিপূর্বে দুয়ারে রেশন, দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়েছে।অনুরূপ আজ শুক্রবার বীরভূম জেলার  খয়রাসোল ব্লকের অধীনস্থ লোকপুর থানার নাকড়াকোন্দা পঞ্চায়েতের নওপাড়া সদভাব মন্ডপ কমিউনিটি হলে দুয়ারে ডাক্তার কর্মসুচী পালন করা হয়।

এদিনের কর্মসুচীতে  ডাক্তারি পরিষেবা পেতে খয়রাসোল ব্লক  এলাকার বহু গ্রামীন মানুষদের ভিড় লক্ষ্য করা যায়।শিবিরে চক্ষু রোগ, শিশুরোগ, ই সি জি,চর্মরোগ,অর্থ,কফ পরীক্ষা, প্রেসার,সুগার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেন কোলকাতা এন আর এস মেডিক্যাল ও হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা।এদিন দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির পরিদর্শন করেন বীরভূম জেলাশাসক বিধান রায়,এন আর এস মেডিকেল ও হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলী,বীরভূম জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী কুমার আড়ি,খয়রাশোল  সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী,খয়রাশোল, দুবরাজপুর ও রাজনগর ব্লকের তিন ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ  স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা।

এছাড়াও ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী,নাকড়াকোন্দা পঞ্চায়েত প্রধান শম্পা গন, উপপ্রধান সেখ লুৎফর রহমান ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি,সমাজসেবীগন।আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত ব্যাখ্যা করেন বীরভূম জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি।

Birbhum

Mar 02 2023, 20:06

আনন্দ উচ্ছাসে বিবাহ উপলক্ষ্যে রক্তদান শিবির


বীরভূম:- বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সদস্য আসজাদ হোসেন এবং খাদিজা খাতুনের বিবাহ উপলক্ষে বীরভূম জেলার সদাইপুর থানার ভগবতীপুর গ্রামে ভ্রাম্যমাণ রক্তদান শিবির পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজিত হয় বৃহস্পতিবার। জেলার ব্লাড ব্যাংক গুলিতে তীব্র গরমের সময় রক্তের যোগান অব্যাহত রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায়।শিবিরে প্রাপ্ত রক্ত দুর্ঘটনা কবলিত মানুষ, থ্যালাসেমিয়া রোগী সহ গর্ভবতী মহিলাদের প্রয়োজনে রক্ত পেতে সুবিধা হবে।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসের মধ্যে এই রক্তদান শিবিরে ডোনাররা খুবই স্বাচ্ছন্দের সাথে রক্তদান করেন।জেলা সদর সিউড়ি হাসপাতাল ব্লাড সেন্টার থেকে আগত দলের সদস্যরা রক্ত সংগ্রহ করেন।এদিন শিবিরে পাত্র আসজাদ এবং পাত্রী তথা উনার স্ত্রী খাদিজা রক্তদান করতে যান। কিন্তু খাদিজার কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় রক্ত দানে বাধা পান। তবে খাদিজার পরিবারের পক্ষ থেকে প্রায় সাত জন এবং আসজাদ নিজে রক্তদান করেন।উক্ত শিবিরে দুই পরিবারের সদস্যদের মধ্যে থেকে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

উদ্যোক্তা আসজাদ হোসেন এর স্ত্রী খাদিজা জানান, আমি আমার এলাকায় নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকি,তাই নিজের বিবাহ উপলক্ষে মানুষের সহযোগিতার লক্ষ্যে এই শিবিরের আয়োজন।

জেলার রক্তদান আন্দোলনের কর্মী প্রিয়নীল পাল জানান, আমরা জেলা জুড়ে গতবারে প্রায় ৯০ এর অধিক রক্তদান শিবির করেছি। এই বছর আশা করছি ১৫০ টির বেশি রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য বিশেষ দিনে বিশেষ রক্তদান শিবির করায় সকলের মধ্যে উৎসাহ বাড়িয়ে তোলে।

Birbhum

Mar 02 2023, 10:56

*ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য,"বসন্ত উৎসবের নামে শান্তিনিকেতনে বসন্ত-তাণ্ডব বন্ধ করে দিয়েছি"*


বীরভূম :- দিন কয়েক পরেই রংয়ের উৎসব হোলি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে হোলি তথা বসন্ত উৎসবে দেশ বিদেশের বহু মানুষ ছুটে আসেন রংবেরঙের আবির খেলায় অংশগ্রহণ করতে।

কিন্তু দোল পূর্ণিমার আগেই ফের বিস্ফোরক মন্তব্য করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার সাপ্তাহিক মন্দিরের উপাসনায় তিনি বলেন, "বিশ্বভারতীতে অল্প শিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকজনে ভরে গিয়েছে । বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব বন্ধ করে দিয়েছি"।

এছাড়াও বলেন, "রবীন্দ্রনাথ কখনো বসন্ত উৎসব চাননি, বসন্ত বন্দনা চেয়েছিলেন।এবার আমরা সেটাই করব। বসন্ত উৎসবের পরিবর্তে এবার শান্তিনিকেতনে বসন্ত বন্দনার আয়োজন করেছে কর্তৃপক্ষ।আগামী ৭ই মার্চ দোল পূর্ণিমা,তার আগেই ৩রা মার্চ বসন্ত বন্দনা অনুষ্ঠিত হবে বিশ্বভারতীতে। গতবারের ন্যায় এবারে ও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপক কর্মীরাই বসন্ত বন্দনায় যোগ দিতে পারবেন বলে জানা যায়। তাই পর্যটক,স্থানীয় বাসিন্দা সহ সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য,কোভিড প্রবাহের জেরে দু’বছর বসন্ত উৎসব বন্ধ ছিল বিশ্বভারতীতে। কিন্তু এবার কেন বন্ধ রাখা হচ্ছে বসন্ত উৎসব,তার ব্যাখ্যা দিতে গিয়ে উক্ত মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বিশেষ উল্লেখ্য, ইতিপূর্বেও উপাচার্য একাধিকবার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের একাংশকে নিশানা করেছেন বলে অভিযোগ ওঠে। জানিয়ে ফের শুরু হয়েছে বিতর্কের ঝড়।

প্রবীণ আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্র জানান, বিশ্বভারতীর বসন্ত উৎসবের একটা আলাদা ঐতিহ্য রয়েছে । প্রতিবছর দূর-দুরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এই উৎসবের সময়।সেসব আজ অতীত, মন খারাপ করা ছাড়া কোনো উপায় নেই। বিগত চার বছর ধরে উপাচার্য সবকিছুই বন্ধ করে রেখেছেন।